বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কোচ হতে না পারা শেবাগকে এবার দেখা যাবে টিভি পর্দায় !

নিউজ ডেস্ক:

টিম ইন্ডিয়ার কোচের পদে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতের সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেবাগ। তবে শেষ পর্যন্ত রবি শাস্ত্রীর কাছে হেরে গেছেন তিনি। এতে হতাশ হলেও শেবাগ বলেন, জাতীয় দলের কোচ হওয়ার কথা কোনোদিনও ভাবিনি। এটা হলে উপরি পাওনা হত। এমনকী নিজের ভবিষ্যত নিয়েও কোনো মাথাব্যাথা নেই আমার। যেমন পরিস্থিতি থাকে, আমি সেই মতো চলি। চেষ্টা করি কিছু অন্যরকম কাজ করতে।

ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই ভারতীয় ওপেনার আরও বলেন, ”কোচিং এর জন্য এমন একটা অফারও পেয়েছিলাম, যেটার পাব বলে ভাবিনি। তা সত্ত্বেও ওইটা অফারটা আমি নিইনি’’।

ভবিষ্যতের বিষয়ে শেবাগ বলেন, ‘উমিদ ইন্ডিয়া’ নামের একটি টিভি শো-এ দেখা যাবে তাঁকে, যেখানে ভারতের ১৩ জন সেরা অ্যাথলিটকে সকলের সামনে নিয়ে আসবেন তিনি এবং ২০২০ টোকিয়ো অলিম্পিক্স-এর জন্য তাঁরা কেমন প্রস্তুতি নিচ্ছেন, সে সম্পর্কেও জানাবেন।

তিনি বলেন, এটা আমার জন্যও একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। আমি সবসময়ে অ্যাথলিটদর জীবন নিয়ে আমার ছেলেদের কাছে গল্প করি। আমার স্কুলের (শেবাগ ইন্টারন্যাশনাল) প্রায় ২৫-৩০ জন ছেলে-মেয়ে সম্প্রতি হরিয়ানার হয়ে জাতীয়স্তরে প্রতিনিধিত্ব করেছে। তাই এই ধরনের টিভি শো-এর জন্য আমি সবসময়ে প্রস্তুত।

Similar Articles

Advertismentspot_img

Most Popular