বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

কেমন হবে ভবিষ্যতের স্মার্টফোন !

নিউজ ডেস্ক:

স্মার্টফোন এখন ফ্যাশন, যা ছাড়া চলা সম্ভব নয়। দিন যত যাচ্ছে, স্মার্টফোনের স্টাইল ও লুক সব বদলে যাচ্ছে। সম্প্রতি ফ্রান্সের দুই ডিজাইনার ভবিষ্যতের স্মার্টফোন সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। তাদের কথায়, পরে এমন স্মার্টফোন হবে যাতে তৈরিতে হলোগ্রাম, কণ্ঠস্বর নিয়ন্ত্রণ ও ফেস ট্র্যাকিং টেকনলজির সমন্বয় থাকবে। এটি হবে স্বচ্ছ জিলাটিন বা আঠার মতো। এই ফোনকে তারা আলো বলে অভিহিত করেন’। এটি এমনভাবে তৈরি হবে, যাতে হাতের মুঠোয় ধরে যায়। কণ্ঠস্বর দিয়ে এটি নিয়ন্ত্রণ করা যায়। যখনই ইউজার এই ফোনে কোনো মেসেজ পড়তে বা ছবি দেখতে চাইবেন, এটি একটি থ্রিডি হলোগ্রাম বের করে দেখাবে।

এই ফোনের স্ক্রিন যথেষ্ট স্বচ্ছ। ফোনের আঁচড় কেটে গেলেও জিলাটিন তা সরিয়ে দেবে। এবং ফোনের ক্ষতির সম্ভাবনা খুব কম। স্মার্টফোনের হলোগ্রাফিক ছবি এতে থাকা ‘আই’ বা চোখ থেকে বের হবে এবং ইউজারকে মেসেজ পড়তে ও চেহারা শনাক্ত করতে সাহায্য করবে। এখনও আলো স্মার্টফোন কনসেপ্ট পর্যায়ে থাকলেও অলিভেট এটি তৈরির পরিকল্পনা করেছেন। সূত্র: এএনএন নিউজ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular