রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য স্মারকলিপি প্রদান

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা ‘কেন্দ্রীয় ছাত্র সংসদ’ (কুকসু) নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী কাছে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে ছাত্র সংসদের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়, ছাত্র সংসদ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, গণতন্ত্রের চর্চা বৃদ্ধি, সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, বিভিন্ন কার্যক্রম আয়োজন, নেতৃত্ব ও সংগঠন দক্ষতার বিকাশ, এবং ক্যাম্পাসে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এটি ক্যাম্পাসকে লেজুড়বৃত্তিক ও অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ থেকে মুক্ত করতে সহায়তা করবে।
ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, “ছাত্র সংসদ শিক্ষার্থীদের লেজুড়বৃত্তিক রাজনীতির বাইরে এনে সুষ্ঠু রাজনীতি চর্চার কেন্দ্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির নামে চলমান অপরাজনীতি বন্ধ হবে। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব শীঘ্রই কেন্দ্রীয় ছাত্র সংসদ চালু করবে এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক উপায়ে প্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি করবে।”
উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘কেন্দ্রীয় ছাত্র সংসদ’ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular