নিউজ ডেস্ক:
ইমেজ সার্চ অ্যাপে নতুন হালনাগাদের ঘোষণা দিয়েছে সার্চ জায়ান্ট গুগল। হালনাগাদ ফিচারটির নাম ‘স্টাইল আইডিয়াস’। মোবাইল ওয়েব ও অ্যান্ড্রয়েডের গুগল অ্যাপে এটি কাজ করবে বলে জানা গেছে।
গুগলের ইমেজ সার্চ ব্যবহার করে জায়গা ও ভ্রমণের স্থানের, কেনাকাটার জিনিস, প্রিয় তারকা, চিত্রকর্মের মতো নানা জিনিসের ছবি পাওয়া যায়। আর ‘স্টাইল আইডিয়াস’ ফিচারটি ব্যবহার করে ফ্যাশন পণ্য সম্পর্কে ধারণা পাবেন ব্যবহারকারী। ইমেজ সার্চের নতুন ফিচারে পছন্দমতো স্টাইল দেখার ও মেলানোর সুযোগ থাকবে।
পাশাপাশি, এই ফিচারটিতে একই রকম নানা পণ্য ব্যবহারকারীর সামনে তুলে ধরবে গুগল। অর্থাৎ, পছন্দ অনুযায়ী পণ্য মিলিয়ে দেখার সুযোগ পাবেন গুগল ব্যবহারকারী।
সূত্র: গ্যাজেটস নাউ