বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কেউ শেখায়নি, নিজেই নামাজ শিখেছি : অপু !

নিউজ ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বলেছেন, আমি এখন মুসলিম। নিয়মিতই নামাজ পড়ি, রোজা রাখি। তবে কেউ আমাকে রোজা রাখা ও নামাজ পড়া শেখায়নি। আমি নিজেই বই পড়ে পড়ে শিখেছি।

আজ বুধবার বিকেলে অপুর ভেরিফায়েড ফেসবুক থেকে লাইভে এসে এসব কথা বলেন ঢালিউডের এই নায়িকা।

অপু বলেন, আমি হলাম ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ‘দিদি’। বলা যায় দিদি নম্বর ওয়ান। এমনকি শ্বশুরবাড়ির অধিকাংশই ‘দিদি’ বলে ডাকে আমাকে। শাকিবের একজন ক্লোজ মানুষ আছে তার নাম মনির (শাকিবের চাচাত ভাই), সে আমাকে ভাবি না বলে ‘দিদি’ বলে ডাকে। এছাড়া আমার অন্য দেবররাও দিদি বলে ডাকে। আমি এই সম্বোধন বেশ এনজয় করি।

ফেসবুক লাইভে এসে আবারও চলচ্চিত্রে ফেরার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে অপু বলেন, আমার স্বামী-সন্তান আমার একটা পরিবার এবং চলচ্চিত্র আমার কাছে আরও একটি পরিবার। তাই একটি পরিবার ছেড়ে অন্য পরিবার নিয়ে আমি থাকতে পারব না। অবশ্যই আমি চলচ্চিত্রে ফিরব।

মূলত অপু ফেসবুক লাইভে আসেন তার নতুন ছবি ‘রাজনীতি’-এর প্রচারণায়। লাইভে তার সাথে ছিলেন ছবিটির পরিচালক বুলবুল বিশ্বাস।

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বিরতি দিয়ে আগামী ঈদে অপু অভিনীত ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পাচ্ছে। এটি হতে যাচ্ছে অপু অভিনীত ৬৮তম চলচ্চিত্র। বুলবুল বিশ্বাস পরিচালিত এই ছবিতে অপু ছাড়াও অভিনয় করেছেন শাকিব খান, আনিসুর রহমান মিলন, সাদেক বাচ্চু, সাবেরি আলম, ডি জে সোহেল, চিকন আলী প্রমুখ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular