শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান বাহাদুর

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান বাহাদুর।
বুধবার (১২ ফেব্রুয়ারি) কৃষি অনুষদের ডিন হিসেবে অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারের দায়িত্বের মেয়াদ শেষ হয়। এতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জেষ্ঠ্যতার ভিত্তিতে নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান বাহাদুর।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান বাহাদুর বলেন,” কৃষি অনুষদ এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী একটি অনুষদ। এই অনুষদের শিক্ষক সংকট, আধুনিক গবেষণাগারসহ শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবো।”

উল্লেখ্য, আগামী তিন বছর এই দায়িত্বে তিনি পালন করবেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular