নিউজ ডেস্ক:
বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে চতুর্থ ক্রিকেট চ্যাম্পিয়ন লীগ টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৮ এপ্রিল শুক্রবার বিকাল ৩টায় আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই খেলা। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম।
কুয়েত সিটির রাজধানী হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান এর সভাপতিত্বে এবং শফি উল্লাহ লিটনের সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, সোয়েব আহমেদ, মঈন উদ্দিন মঈন, মাহফুজুর রহমান মাহফুজ, আল আমিন চৌধুরী স্বপন, হাবীবুর রহমান, সহ সভাপতি শফিকুল ইসলাম ও ক্যাপটেন প্রমুখ।
খেলায় কুয়েত প্রবাসী সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। ফাইনাল খেলায় বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব বনান ফাহাহিল ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব দুটি দল অংশ নেবে।