নিউজ ডেস্ক:
কুয়েতে প্রথম প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ হাসান ওয়ারিছ ১৯৭৭ সালে কুয়েতি পার্টনার আলী খালিল ইসা শামালী এবং মরহুম ইউসুফ খালিল ইসা শামালীর সঙ্গে যৌথ ভাবে শামালী এন্ড ওয়ারিছ কোম্পানি প্রতিষ্ঠা করেন। কুয়েত দুবাইসহ মধ্যপ্রাচ্যে এই কোম্পানির যথেষ্ঠ সুনাম রয়েছে। কুয়েত এবং দুবাই রয়েছে এই কোম্পানির কারখানা।
শামালী এন্ড ওয়ারিছ কোম্পানির ৪০ বর্ষপূর্তি সম্প্রতি কুয়েতের হোটেল রেডিসন ব্লু মারাফিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম।
এহছান ওয়ারিছ এর সঞ্চালনায় কোম্পানির সিইও মানসুর হাসান ওয়ারিছ কোম্পানির বর্তমান অবস্থান সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে কুয়েতি পার্টনার খালিল ইউসুফ ইসা আল শামালী, আমীন ইউসুফ ইসা আল শামালী, খালেদ আলী আল শামালী, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুতফর রহমান মোকাই আলী, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ উদ্দিন আহম্মদসহ বিভিন্ন দেশের ছয় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।