বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কুস্তির পর তরবারি চালানো শিখছেন দঙ্গলকন্যা !

নিউজ ডেস্ক:

ফাতিমা সানা শেখ বলিউডের হাজার কোটির রুপির ক্লাবে প্রবেশকারী সিনেমা দঙ্গল দিয়ে নিজেকে চিনিয়েছেন সিনেমা জগতে। দঙ্গলে তার চরিত্র ছিল কুস্তিগীর গীতা সিং ফোগতের চরিত্রে। আর অভিনয়ের জন্য কুস্তি শিখেছিলেন সানা। এবার আমির খানের পরবর্তী ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ এ অভিনয় করতে তরবারি চালানো শিখছেন তিনি।

থাগস অব হিন্দুস্তান সিনেমার স্ত্রিপ্ট এভাবে সাজানো হয়েছে যে, এখানে চরিত্রের প্রয়োজনে এমন দুজন অভিনেত্রী প্রয়োজন ছিল যাদের একজন হবেন ভারতীয় নারী। যার মাঝে নরম স্বভাবের নারী চরিত্রের বিপরীত বৈশিষ্ট্য থাকবে এবং আমিরের দলেরই একজন হবেন তিনি। আমিরের প্রতি ভালোবাসা পোষণ করবে ভারতীয় সেই নারী। অন্যদিকে আরেক নারী চরিত্র হিসেবে সুশ্রী ব্রিটিশ এক নারী থাকবেন যার প্রতি আমিরের ভালোবাসা প্রবল হবে।

আর এমন দুই নারী চরিত্রের একটিতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ এবং অন্যটিতে অভিনয় করছেন ফাতিমা শেখ। ভারতীয় নারী চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলবেন ফাতিমা।

ছবির পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য বলেন, ফাতিমার চরিত্রটি কেন্দ্রিয় চরিত্রগুলোর একটি। ফাতিমা যথেষ্ট প্রতিভাবান। সে এই চরিত্রটি বেশ ভালোভাবেই পর্দায় ফুটিয়ে তুলতে পারবে। আর এজন্য সে তলোয়ার চালনাও শিখছেন। একসময় হয়তো যেকোন ধরনের অ্যাকশনধর্মী চরিত্রের জন্য কোন অভিনেত্রীর কথা চিন্তা করা হলে ফাতিমার কথাই প্রথমে মনে আসবে পরিচালকদের।

সূত্র: ডিএনএ নিউজ

Similar Articles

Advertismentspot_img

Most Popular