কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

0
35

নিউজ ডেস্ক: কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।মঙ্গলবার বিকাল ৪টায় কুষ্টিয়ার বিত্তিপাড়ার নিয়ত মোড়ে এ ঘটনা ঘটে।

ইবি থানার এসআই আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। কুষ্টিয়ার নিয়ত মোড় এলাকায় আসলে বিএডিসির একটি ট্রাকর সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত হয়। হতাহতদের পরিচয় জানা যায়নি।

তিনি জানান, নিহতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। গুরুত্বর আহত অবস্থায় আরও একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা।