রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

কুষ্টিয়ায় নতুন করে ৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ২,১২১ জন

নিউজ ডেস্ক:

কুষ্টিয়ায় ৭১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ২১২১ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৪৫ জন। মৃত্যুবরণ করেছেন ৪৪ জন।

কুষ্টিয়া মেডিকেল কলেজের বরাতদিয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়, পিসিআর ল্যাবে ১০ আগস্ট ২০২০ মোট ৩৭৬ টি স্যাম্পলের নমুনা পরীক্ষা করা হয়। এর  মধ্যে কুষ্টিয়া ২৮৩, চুয়াডাঙ্গা ৩৫,  ঝিনাইদহ ৫৫ ও মেহেরপুর ৩ টি নমুনা ছিলো। তাতে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ৩৪ জন,  কুমারখালী উপজেলার ১২ জন, দৌলতপুর  উপজেলার ৫ জন, খোকসা উপজেলার ৯ জন, ভেড়ামারা উপজেলার ৭ জন ও মিরপুর উপজেলার ৪ জনসহ কুষ্টিয়ায় মোট ৭১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।

জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়, ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular