বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কুষ্টিয়ায় জেল পলাতক ২৫ মামলার আসামি সামিরুল গ্রেপ্তার

কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালানো ২৫ মামলার আসামি সামিরুল মণ্ডলকে র‌্যাব গ্রেপ্তার করেছে। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে তাকে দেখিয়ে প্রেস ব্রিফিং করেছে র‌্যাবের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান।

তিনি বলেন, বুধবার রাত দেড়টার দিকে ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন ধর্মপাড়া এলাকা থেকে আলোচিত পলাতক আসামি সামিরুল মণ্ডলকে (৩৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সামিরুল দুর্ধর্ষ ডাকাত।

তার বিরুদ্ধে ডাকাতি-মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনে ২৫টি মামলা রয়েছে।

সামিরুল খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মণ্ডলের ছেলে। তাকে মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে।

হাসিনা সরকারের পতনের একদিন পর গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙ্গে এই সামিরুলসহ ৯৮ জন কারাবন্দী পালিয়ে যায়। ওইসব পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ র‌্যাবের অভিযান চলমান থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular