দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান মিনে বলেন, মহিষকুন্ডি গ্রামের গোলাম ড্রাইভার ও তার লোকজন রাত তিনটার দিকে আরিফকে বাড়ি থেকে ডেকে নেন।
পরে সাইকেল চুরির কথা বলে তাকে মারধর করা হয়। সকালে আরিফের অবস্থা গুরুতর দেখে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
নিহতের বড় ভাই আশরাফুল বলেন, ভোর রাত সাড়ে ৩টার দিকে বাড়ির সবার সামনে ভাইকে ডেকে নিয়ে গেল। তারা যে হত্যা করবে, তা কল্পনাও করতে পারিনি। তারা চুরির কথা বলছে, কিন্তু চুরির কোনো মালামাল আমাদের বাড়িতে পাওয়া যায়নি।
আমরা এই হত্যার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আশরাফুল বলেন, ভাইয়ের লাশ নিতে কুষ্টিয়া সদর হাসপাতালে এসেছি। দাফন শেষে মামলা করবেন বলে জানান তিনি।
প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান বলেন, ওই এলাকার গোলাম রহমানের একটি মোবাইল ফোন ও সাইকেল হারিয়ে গেলে তারা আরিফকে সন্দেহ করেন। পরে তাকে বাড়ি থেকে তুলে এনে মারধর করে গুরুতর আহত করেন। এতে তার মৃত্যু হয়।