বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কুমিল্লা নগরীতে জলাবদ্ধতার দুর্ভোগ !

নিউজ ডেস্ক:

ভারি বর্ষণ আর জলাবদ্ধতায় কুমিল্লা নগরীর অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন হাজার হাজার কর্মজীবী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নগরবাসী।

বিশেষ করে সোমবার রাতে নগরীর প্রায় সব রাস্তা ডুবে যায়।

সরেজমিন ঘুরে দেখা যায়, নগরীর ডিসি রোড, কালিয়াজুরী মাজার রোড, নজরুল এভিনিউ, রানীর বাজার, ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ রোড, স্টেশন রোড, ইপিজেড এলাকা, ছাতিপট্টি, হাউজিং এস্টেট, কাটাবিল, রেইসকোর্স, স্টেডিয়াম মার্কেট, বিসিক শিল্পনগরী, সংরাইশ, জগন্নাথপুর, পাথুরিয়াপাড়া, শুভপুর, সুজানগর, ধর্মপুর, টমছমব্রিজ, শাকতলা ও ঠাকুরপাড়ার বিভিন্ন নিচু এলাকা হাটু সমান পানিতে তলিয়ে গেছে। যানবাহন চলাচলসহ স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত হচ্ছে। এছাড়া কোথাও বাসায় ড্রেনের ময়লা পানি ঢুকে পড়েছে।

জলাবদ্ধতার বিষয়ে স্টেডিয়াম মার্কেট এলাকার একাধিক ব্যবসায়ী জানান, সামান্য বৃষ্টিতে মার্কেট এলাকা হাটু পানিতে তলিয়ে যায়। এতে দোকানের ভিতরে ইলেক্ট্রনিক মালামালে পানি লেগে জিনিসপত্র নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

সুজন কুমিল্লার যুগ্ম সাধারণ সম্পাদক মায়মুনা আক্তার রুবী বলেন, জলাবদ্ধতা কুমিল্লা নগরবাসীর নিয়তি হয়ে দাঁড়িয়েছে। ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা না হলে কুমিল্লা নগরবাসী এ অভিশাপ থেকে মুক্তি পাবে না।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপ বড়ুয়া বলেন, জলাবদ্ধতা নিরসনে আমরা ড্রেনের রুটিন ওয়ার্কগুলো করছি। এছাড়া টমছম ব্রিজের দিকের বড় খালও পরিস্কার করছি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular