কুবি প্রতিনিধি:
১০ বছরে পদার্পণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (এমসিজে)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় র্যালির মাধ্যমে এ বিভাগ দিবস উদযাপন শুরু হয়।
ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে থেকে র্যালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কেক কেটে উদযাপন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগটির শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
বিভাগ দিবস উপলক্ষে বিভাগের আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষাঙ্গণ ও গণমাধ্যম” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, আমাদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ দশ বছরে পদার্পণ করলো। ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীরা দেশে ও দেশের বাইরে তাদের সফলতার ভিত্তি স্থাপন করেছে। আমাদের প্রত্যাশা থাকবে গবেষণা ও পেশাদারিত্বে সব জায়গায় আমাদের বিভাগের জয়জয়কার হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি ৩ জন শিক্ষক নিয়ে শ্রেণি কার্যক্রম শুরু করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বর্তমানে বিভাগটিতে ১১ জন শিক্ষক কর্মরত আছেন।