কুবিতে প্রতিবর্তন-র আয়োজনে নবান্ন উৎসব

0
5

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের উদ্যোগে নবান্ন উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গান,নৃত্য ও আবৃত্তি সেগমেন্টে অংশগ্রহণ করেন।

প্রতিবর্তনের সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন,”নবান্ন আমাদের বাঙালি সংস্কৃতির একটি বড় উৎসব। সেই উৎসবকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ছড়িয়ে দিতে প্রতিবারের ন্যায় এবারো প্রতিবর্তন আয়োজন করেছে ‘প্রতিবর্তন নবান্ন উৎসব ১৪৩১’। গান,নৃত্য, আবৃত্তি পরিবেশনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি সুন্দর একটি অনুষ্ঠান সবার মাঝে উপস্থাপন করতে।”