মোবাইল ফোন ট্রাকিং করে তিন সন্দেহভাজনকে আটক
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ বাড়িতে ডাকাতির ঘটনায় মোবাইল ফোন ট্রাকিং করে তিন সন্দেহভাজনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বুধবার ভিন্ন ভিন্ন সময়ে পৃথক অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃতদের থানা হেফাজতে রেখে তাদের বিরুদ্ধে অনুসন্ধানসহ জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আটককৃতরা হলো তিওরবিলা গ্রামের হাসিবুল হক (২৫), জীবননগর মাধবপুর গ্রামের মানিক মন্ডল (৩৬) ও দর্শনার লিয়াকত বিশ্বাস (৩২)। পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামে অস্ত্রের মুখে জিম্ম করে ৪ বাড়িতে ঘন্টাব্যাপী ডাকাতি করে প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করার ঘটনার সাথে সংশ্লিষ্টদের ধরতে পুলিশি পদক্ষেপ অব্যাহত আছে। তারই অংশ্ব হিসেবে সংশ্লিষ্ট এলাকার মোবাইল ফোন ট্রাকিং এর পর মামালার তদন্তকারী কর্মকর্তা এসআই শ্রী ভবতোষ রায়সহ সঙ্গীও ফোর্স ও স্থানীয় অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় গতকাল পৃথক অভিযান চালিয়ে আলমডাঙ্গা তিওরবিলা গ্রামের সরোয়ারের ছেলে হাসিবুল হক, জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের মানিক মন্ডলকে তাদের নিজ বসতবাড়ি থেকে আটক করেন। এছাড়াও ফরিদপুর জেলার বোয়ালমারি থানার হাসানিয়াদিয়া গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে লিয়াকত বিশ্বাসকে দর্শনা মেথর পট্টির সামনে শ্বশুরবাড়ি থেকে আটক করেন। পরে আটককৃতদের সদর থানায় নিয়ে তাদের বিরুদ্ধে অনুসন্ধ্যানসহ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে সদর থানা পুলিশ।
উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত ১২টার পর ১৩-১৪ জনের অস্ত্রধারী ডাকাত দল কুতুবপুর গ্রামে দক্ষিণ পাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ৪ বাড়িতে ডাকাতি করে প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে গ্রামের মেঠো পথ ধরে পালিয়ে যায়। পরে ডাকাতির স্বীকার পরিবার গুলোর চিৎকারে আশ পাশের লোকজনসহ সিন্দুরিয়া ও কতুবপুর ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে এসে কাওকে আটক করেতে না পারলেও দুইদিন পর মোবাইল ফোন ট্রাকিং করে গতকাল তিন সন্দেহভাজনকে আটক করেছে সদর থানা পুলিশ।