নিউজ ডেস্ক:
মাতৃত্বকালীন ছুটি সব অফিসে থাকলেও, পিতৃত্বকালীন ছুটি থাকে না। কিন্তু, এসবই এবার ছাপিয়ে গেল নিউ ইয়র্কের হারপার কলিন্স-এর ভারতীয় শাখা।
বিশ্বের অন্যতম এই পাবলিশিং হাউস এবার থেকে তার ভারতীয় কর্মীদের জন্য নতুন ধরনের এক ছুটি নিয়ে আসার পরিকল্পনা করেছে। নাম তার ‘প-টারনিটি’। ইংরেজিতে শব্দটি ‘Pawternity’।
কর্মীদের কেউ যদি কুকুর-বেড়াল-পাখি বা তাদের পছন্দের কোন পুষ্যি বাড়িতে আনেন, তা হলে হারপার কলিন্স ইন্ডিয়া এবার থেকে ৫ দিনের ছুটি দিতে পারে তার কর্মীদের।
একটি ইংরেজি দৈনিকের খবর অনুয়ায়ী, কর্মীদের জন্য কাজের পরিবেশ মনোরম করতেই এমন ভাবনা, জানিয়েছেন এইচসিএই-এর চিফ এক্সিকিউটিভ অনন্থ পদ্মনাভন। যারা পোষ্য রাখতে পছন্দ করেন, অথচ কাজের জায়গা থেকে ছুটির অভাবে তা করতে পারেন না, তাদের কথা ভেবেই এমন পদক্ষেপ নেওয়া। কোম্পানির তরফ থেকে আরও একটি ঘোষণাও করা হতে পারে বলে জানা গেছে। যে সব কর্মীদের বাড়িতে তাদের পোষ্যটিকে রেখে আসায় অসুবিধা রয়েছে, তারা অফিসেই নিয়ে আসতে পারেন তাদের।