বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কুকুর নয়, মানুষের কামড়ে কুকুর আহত (ভিডিও) !

নিউজ ডেস্ক:

আজব পৃথিবীতে প্রতিদিন কত আজব ঘটনার জন্ম হচ্ছে। এবারই তেমইন এক ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্রে।

যেখানে কুকুর নয়, মানুষের কামড়ে কুকুর আহত হয়েছে। আর এ ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যুক্তরাষ্ট্রের টরেন্টোতে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। কুকুরকে রীতিমতো কামড়ে আহত করেছেন এক নারী। টরেন্ট্রো সিটিতে ট্রেনের এক নারী যাত্রী তার পালিত কুকুরের মুখে সপাটে কামড়াতে থাকে। এসময় তার পাশে থাকা আরেক যাত্রী বারবার তাকে থামতে বললেও নাছোড় বান্দা ওই নারী। অপর এক যাত্রী আবার পুরো ঘটনাটি ভিডিও করেছেন।

রক্সি হুয়াং নামের এক ইউটিউব ব্যবহারকারী ৩ মিনিটের সেই ভিডিওটি ইন্টারনেটে ছেড়েছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই নারী তার কুকুরটিকে খুব শক্ত করে ধরে মুখের কাছে নিয়ে খুবই আক্রমনাত্মক ভঙ্গিতে বারবার কামড়াচ্ছে।

কুকুরটি তার কামড় থেকে বাঁচতে চেষ্টা করে। কিন্তু নারী কোনভাবেই কুকুরটিকে ছাড়তে চায়নি ওই নারী। একাধারে ৬/৭ টি কামড় দিয়ে তারপর ক্ষ্যান্ত দেন ওই নারী।

ততক্ষণে আহত হয়ে পড়ে কুকুরটি। পরে পরিবহন পুলিশের কাছে যাত্রীরা ওই নারী বিরুদ্ধে অভিযোগ করেন। তাদের ধারণা ওই নারী মাদকাসক্ত ছিলেন।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular