শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

কীসে ভয়, তাই বলে দেবে আপনার চরিত্র!

নিউজ ডেস্ক:

প্রত্যেক মানুষই নির্দিষ্ট কিছু বিষয়ে ভয় পান। যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের গবেষকদের মতে, কে কী বিষয়ে ভয় পান, তা-ই বলে দেয় তার চরিত্র। ভয় আসলে মনোগহীনের ‘লক্ষণ’ হিসেবে প্রকাশিত হয়।

যারা সাপে ভয় পান, অন্যদের সাহায্য করতে খুব ভালবাসেন।

রক্ত মানেই আপনার কাছে ভয়ঙ্কর কিছু। তার মানে আপনি খুব শান্ত স্বভাবের।

জনসমক্ষে কথা বলতে যারা ভয় পান, তারা পারফেক্ট হওয়ার চেষ্টা করেন। আর তার জন্য এরা সবকিছুতে অন্যদের অনুমোদনের অপেক্ষা করেন। নিজের উপরে এদের বিশ্বাস কম।

যারা উচ্চতা ভয় পান, তারা নিজের গোড়ার কথা সারা জীবন মনে রাখেন। এ ছাড়া এরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে জানেন।
খুব বুদ্ধিমান ও সংবেদনশীল হন।

মাকড়সা ভয় পাওয়া মানে, এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ব্যাপক।

রোগজীবাণুকে যারা ভয় পান, আপনি খুবই গোছানো এবং খুঁতখুঁতে।

অন্ধকার মানে আপনার চোখের সামনে একটা পর্দা। অর্থাৎ আপনি চোখ মেলে দেখতে পছন্দ করেন। যারা অন্ধকার ভয় পান, তারা সৃজনশীল হন।

একাকিত্ব যারা ভয় পান, তারা স্বভাবে খুব প্রাণোচ্ছ্বল হন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular