বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

কীভাবে লজ্জা কাটিয়েছিলেন রাধিকা আপ্তে?

নিউজ ডেস্ক:

ভারতীয় নারীদের পিরিয়ড সমস্যকে হাইলাইট করে তৈরি হয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘প্যাডম্যান।’ ছবিতে অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন রাধিকা আপ্তে। তাঁর পিরিয়ডের অভিজ্ঞতা নিয়ে রাধিকাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি যা বলেছেন, তা চমকে ওঠার মত।

রাধিকার কথায়, ”আমার পরিবারের অনেকেই ডাক্তার। তাই আগে থেকেই পিরিয়ডের বিষয়টি জানতাম। প্রথমবার পার্টি দিয়েছিলেন মা। প্রথম দিনই দিয়েছিলেন ঘড়ি উপহার।ওটাই ছিল আমার প্রথম ঘড়ি।”

তবে স্যানিটারি ন্যাপকিনের প্যাড দোকানে কিনতে যেতে অস্বস্তির কথাও লুকাননি নায়িকা। রাধিকা বলেন, ”একদিন ঠিক করলাম লজ্জা কাটাব। দোকানে গিয়ে জোরে বললাম,… একটা প্যাকেট দিন তো। তারপর থেকে আর অস্বস্তি হয় না।” সূত্র: জি নিউজ

Similar Articles

Advertismentspot_img

Most Popular