নিউজ ডেস্ক:
এই তো সেদিনের কথা। মুঠোফোনে যেকোনো কিছু লিখতেই ব্যবহৃত হতো বাস্তব কি-বোর্ড। মুঠোফোনের সঙ্গে থাকা সেই কোয়ার্টি কি-বোর্ড ব্যবহারে পাওয়া যেত ছোটখাটো কম্পিউটার ব্যবহারের আত্মতৃপ্তি। তবে মুঠোফোন প্রযুক্তির উৎকর্ষ সাধনের প্রতিযোগিতায় কোয়ার্টি কি-বোর্ড যেন অনেকটা হারিয়ে গেছে। তবে কোয়ার্টি কি-বোর্ডপ্রেমীদের জন্য এখনো বাজারে বেশ কিছু ফোন রয়েছে। সেখান থেকে সেরা পাঁচ ফোনের তালিকা নিয়মিত প্রকাশ করে আসছে সংবাদমাধ্যম সিনেট।
ব্ল্যাকবেরি কি-ওয়ান
কোয়ার্টি কি-বোর্ডের জন্য বরাবরই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ব্ল্যাকবেরি। তাই হয়তো আবারও কোয়ার্টি কি-বোর্ডযুক্ত মুঠোফোন তৈরিতে মন দিয়েছে প্রতিষ্ঠানটি। এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ব্ল্যাকবেরি তাদের নতুন কি-ওয়ান মুঠোফোনটি উন্মোচন করেছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত কি-ওয়ানে থাকছে সাড়ে চার ইঞ্চি পর্দা। এ বছরের এপ্রিলে মুঠোফোনটি বাজারে আসবে বলে জানায় নির্মাতারা।
ব্ল্যাকবেরি ক্ল্যাসিক
ব্ল্যাকবেরি ফোনে কথা বলতেই যে ফোনগুলোর ছবি চোখের সামনে ভেসে ওঠে, সেই আদলেই তৈরি করা হয়েছে ব্ল্যাকবেরি ক্ল্যাসিক। মুঠোফোনটিতে ব্ল্যাকবেরির সর্বশেষ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে। সাড়ে তিন ইঞ্চির মাঝারি পর্দার ক্ল্যাসিক ফোনটিতে থাকছে জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো ইনস্টল করার বিশেষত্ব।
এলজি এক্সপ্রেশন ২
কোয়ার্টি কি-বোর্ডের মায়া যাঁরা আজও ভুলতে পারেননি, তাঁদের কথা মাথায় রেখেই প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি তাদের এক্সপ্রেশন ২ মডেলের ফোনটি বাজারে ছাড়ে। ৩৯ মার্কিন ডলারের ফোনটি শখের বশেও কেনা যেতে পারে। এলজির নিজস্ব অপারেটিং সিস্টেমের ফোনটিতে স্লাইড কোয়ার্টি কি-বোর্ড ছাড়া তেমন কোনো বিশেষত্ব অবশ্য নেই।
ব্ল্যাকবেরি পাসপোর্ট
পাসপোর্ট আকৃতির হওয়ায় হয়তোবা ব্ল্যাকবেরি এই ফোনের নাম রেখেছে ‘পাসপোর্ট’। তবে দেখতে যেমনই হোক, আধুনিক স্মার্টফোন আর স্পর্শকাতর বাস্তব কোয়ার্টি কি-বোর্ডের একটা চমৎকার মেলবন্ধন রয়েছে ফোনটিতে। সাড়ে চার ইঞ্চি পর্দার ফোনটিতে রয়েছে দ্রুতগতির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর।
ব্ল্যাকবেরি কিউ ১০
পাতলা গড়ন এবং ৩.১ ইঞ্চি পর্দার ব্ল্যাকবেরি কিউ১০ প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের তালিকায় রয়েছে। আকর্ষণীয় ও সন্তোষজনক কোয়ার্টি কি-বোর্ডের জন্য ২০১৩ সালে বাজারে আসা কিউ১০ ফোনটির এখনো বিশ্বব্যাপী চাহিদা আছে। তাই ব্ল্যাকবেরিও তাদের কিউ১০ ফোনটির উৎপাদন বন্ধ করেনি।