কিমের ‘রহস্যময় ছেলে’ই তার উত্তরাধিকারী !

0
20

নিউজ ডেস্ক:

কিম জং উনের উত্তরাধিকারী হিসাবে উত্তর কোরিয়ার মসনদে বসবে তার বড় ছেলে। কিন্তু কিমের বড় ছেলের পরিচয় এতদিন সামনে আসেনি।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্র জানিয়েছে, ২০১০ সালে ছেলের বাবা হন কিম জং উন এবং সেই শিশুই তার বড় ছেলে সন্তান।

উল্লেখ্য, ২০০৯ সালে রি সোল-যু-র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিম। বর্তমানে তিন সন্তানের বাবা-মা এই দম্পতি। ফেব্রুয়ারিতে তাদের ছোট সন্তানের জন্ম হয়। কিম হলেন উত্তর কোরিয়ায় তার পরিবারের তৃতীয় প্রজন্মের স্বৈরাচারী শাসক।

সূত্র: জি নিউজ