কিমকে শায়েস্তা করতে আমেরিকার পাশে দক্ষিণ কোরিয়া!

0
22

নিউজ ডেস্ক:

একের পর এক কিমের পরমাণু অস্ত্র পরীক্ষার পাল্টা জবাবে দক্ষিণ কোরিয়াকে প্রধান ভরসা মনে করছে মার্কিন প্রশাসন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন-এর সঙ্গে কথা হয় মার্কিন প্রশাসনের।
দুই পক্ষই সামরিক শক্তি বৃদ্ধির পক্ষে মত দিয়েছে। এমনকি আমেরিকার কাছ থেকে কোটি কোটি টাকা মূল্যের অস্ত্র কিনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া- সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে।

উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার পরীক্ষার পরেই ফের নতুন করে দুশ্চিন্তায় পড়েন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। উত্তর কোরিয়াকে জবাব না দিয়ে যে ছেড়ে দেওয়া হবে না সেই বিষয়ে কড়া প্রতিক্রিয়া উঠে আসে তার বক্তব্য থেকে। মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলিও জানান, এবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে।