নিউজ ডেস্ক:
ওয়েস্টে ইন্ডিজের মাটিতে দারুণ সূচনা করলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। কিংস্টনের প্রথম দিনেই তিনটি উইকেট নিয়ে জানান দিলেন স্বরূপে ক্রিকেটে থাকার।
বলা চলে পাকিস্তানি অধিনায়কের টসে জিতেও ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটাকে কার্যকর করছেন বোলাররা। কারণ একই দিনে ইয়াসির শাহও তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট।
যদিও সূচনাটা করেছেন নবাগত মুহাম্মদ আব্বাস। নিজের প্রথম ওভারেই মাত্র ১ রানে উইন্ডিজ ওপেনার ব্রাথহোয়াইটকে সাজ ঘরে ফেরান তিনি। তারপরই শুরু হয় আমির-ইয়াসির ঘূর্নি। উইকেট পেয়েছেন ওয়াহাব রিয়াজও।
তবে রস্টন চেইজ ও শেন ডাউরিচের দুর্দান্ত হাফ-সেঞ্চুরিতে প্রথম দিনে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। চেইজ ৬৩ ও ডাউরিচ ৫৬ রান করেন।
সূত্র: ক্রিকইনফো