শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

কাহারোলে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের উদ্ধোধন

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, একটা সময় ছিল যখন প্রতিবন্ধীদের বোঝা মনে করা হতো। আর কোন পরিবারে প্রতিবন্ধী শিশু থাকলে তাদের প্রকাশ্যে আনা হতো না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের শিক্ষা সহায়ক উপকরণ সারাদেশে বিতরণ করায় শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে। আর প্রতিবন্ধীদের অধিকার ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর ফলে মানুষ বুঝতে পেরেছে প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়।
দিনাজপুরের কাহারোল উপজেলার ২ নং রসুলপুর ইউনিয়নে ২৯ অক্টোবর রোববার সন্ধায় রামপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের উদ্ধোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২নং রসুলপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ভূপেন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মি. স্টিফেন মুর্ম, জেলা আওয়ামীস লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সিভিল সার্জেন আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম চৌধুরী, কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী, রামপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের সভাপতি পরেশ চন্দ্র রায়, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক রাজেন্দ্র নাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার মিত্র, ২ নং রসুলপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. আবুল কাশেম মন্ডল, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সাবেক এলাকার পরিচালক ও সভাপতি আলহাজ¦ মো. মাজেদুর রহমান খোকন। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রামপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ¤্রষ্টিন রায়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠাটির পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular