বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

কাশ্মীর সমস্যা সমাধানে হস্তক্ষেপ করবে জাতিসংঘ !

নিউজ ডেস্ক:

কাশ্মীর সমস্যার সমাধানে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ। দুই দেশের মধ্যে আলোচনার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি।

কাশ্মীর সমস্যা মেটাতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন প্রশ্নের উত্তরে গুতেরেজ বলেন, তিনি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তিনবার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুইবার দেখা করেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান অশান্তির সমাধানে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান।

জানুয়ারিতে দায়িত্ব পাওয়ার এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন গুতেরেজ। সেখানেই তাঁকে ভারত-পাক সীমান্ত সমস্যার বিষয়ে প্রশ্ন করা হয়। জুন মাসেই সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকনমিক ফোরামে গুতেরেজের সঙ্গে দেখা হয় নরেন্দ্র মোদীর। সেখানেই সন্ত্রাস ইস্যুতে জোর দেন নরেন্দ্র মোদী। ওই একই জায়গায় নওয়াজ শরিফেরও মুখোমুখি হন জাতিসংঘের মহাসচিব।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

Similar Articles

Advertismentspot_img

Most Popular