স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বৈশাখী তেল পাম্প মোড় এলাকায় বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান এ অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান জানান, দুপুরে কালীগঞ্জ উপজেলা শহরের বৈশাখী তেল পাম্প এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত গতিতে গাড়ী চালানোর জন্য রুপসা পরিবহনের একটি বাসকে এক হাজার টাকা এবং বৈশাখী তেল পাম্প মোড়ে রাস্তার উপর ট্রাক রাখার দায়ে তিনটি ট্রাককে ১ হাজার ৫’শ টাকা করে মোট ৫৫০০/-টাকা জরিমানা আদায় করা হয়।