নিউজ ডেস্ক:খুলনা-কুষ্টিয়া-মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচলরত গড়াই পরিবহনের গতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে পদক্ষেপ নিল হাইওয়ে পুলিশ ও প্রশাসন। দীর্ঘ দিন ধরে এ মহাসড়কে চলাচলরত গড়াই পরিবহনের গতি নিয়ন্ত্রণে আসছিল না। যে কারণে দুর্ঘটনায় পড়ে অহরহ হতাহতের ঘটনা ঘটছিল। গড়াইয়ের বেপরোয়া গতির কারণে চলতি মাসে পরপর ঘটে যাওয়া কয়েকটি দুর্ঘটনার শিকার আহত-নিহত ব্যক্তিদের পরিবারের করুণ অবস্থার কথা তুলে ধরে সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশের। এরপর গড়াইয়ের বেপরোয়া গতি থামাতে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারোবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে গড়াই পরিবহনের রাকিব হোসেন নামের এক চালককে এক মাসের কারাদ- প্রদান করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন। এ ছাড়াও যানবাহনে কাগজপত্র ঠিক না থাকায় ১ হাজার ৩ শ টাকা জরিমানাও করা হয় তাঁকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, দীর্ঘ দিন ধরে অভিযোগ আসছিল খুলনা-কুষ্টিয়া মহাসড়কে গড়াই ও রূপসা পরিবহনের চালকেরা দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। এর পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে রাকিব নামের এক চালককে এক মাসের কারাদ- প্রদান করা হয় এবং বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ১ হাজার ৩ শ টাকা জরিমানা করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, জনগণের জানমালের নিরাপত্তার বিধানে বেপরোয়া গতির মহাসড়কে চলাচলরত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত রাখা হবে।