নিউজ ডেস্ক:বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কালীগঞ্জে বর ও কনে পক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে উপজেলার কাদিপুর গ্রামে অভিযান চােিলয় ৩ হাজার ৫ শ টাকা জরিমানা করনে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূর্বণা রানী সাহা। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সূর্বণা রানী জানান, গোপন সংবাদের মাধ্যমে তাঁরা জানতে পারেন, উপজেলার কামারাইল গ্রামে একটি বাল্যবিবাহ দেওয়া হয়েছে। এ খবর পেয়ে রোববার বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও পুলিশ নিয়ে হাজির হন ওই গ্রামে। তিনি সেখানে গিয়ে দেখেন সালামের পুত্র রফিকুল ইসলামের সঙ্গে কামারাইল গ্রামের আক্তার খাঁর নাবালিকা মেয়েকে গোপনে আগের দিন রাতে বাল্যবিবাহ দেওয়া হয়েছে। এ অপরাধে ইউএনও সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছেলের বাবা নূর ইসলামকে ১ হাজার ৫ শ টাকা ও মেয়ের চাচা আকরাম হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেন এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ে তাঁর পিতার বাড়িতে অবস্থান করবেন বলে মুচলেকা নেন ইউএনও। এছাড়াও তিনি ফিরে আসার পথে রাস্তার পাশে গ্রামগঞ্জের দোকানপাটগুলোতে অযথা আড্ডাবাজি না হয়, এজন্য দোকান মালিকদের সতর্ক করেন।