স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ঘুমন্ত বিএনপি নেতকর্মীদের উপর হামলার অভিযোগ করেছে বিএনপি। গতকাল (২৮ আগস্ট) রোববারের পৌর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আতংক সৃষ্টির জন্য শনিবার গভীর রাতে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সন্ত্রাসীরা বিএনপি নেতা কর্মীদের বাড়ি বাড়ি যেয়ে হুমকি ও মারধর করে বলে অভিযোগি করা হয়।
বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে রাতে ৪নং নিয়ামতপুর ইউনিয়নের হরিগোবিন্দপুর গ্রামের বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, অনুপমপুর গ্রামে যুবদল নেতা লিটন হোসেন ও ফজলুর রহমানসহ ৭ জন নেতাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা গভীর রাতে ঘুম থেকে ডেকে তুলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের উপর অতর্কিতভাবে হামলা চালায়।
এছাড়া রোববার দুপুরের পর থেকেই কালীগঞ্জের দুলালমুন্দিয়া, রায়গ্রাম, লাউতলা, নলডাঙ্গাসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সমাবেশে আসতে বাঁধা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তাদের হামলায় অন্তত ৭ জন আহত হয়। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।
কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও হামিদুল ইসলাম হামিদ এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান। এদিকে জ¦ালানি তেল, পরিবহণের ভাড়া বৃদ্ধি, লোডশেডিং ও ভোলায় নিহতের ঘটনার প্রতিবাদে গতকাল রোববার বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের নিমতলা স্ট্যান্ডে বিএনপির এক সমাবেশের আয়োজন করে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বক্তব্য রাখেন।