স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে বুধবার দুপুরে অতিরিক্ত গাঁজা সেবনের পর ওবাইদুর রহমান স্বপন জোয়ার্দ্দার নামে এক ইউপি মেম্বরের মৃত্যু হয়েছে। কালীগঞ্জের বারবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য ওবাইদুর মিঠাপুকুর গ্রামের মৃত ইদু জোয়ার্দ্দারের ছেলে। প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামের একটি বাগানে সঙ্গীদের সাথে গাঁজা সেবন করছিলো ওবাইদুর।
এ সময় পুলিশ আসার গুজব শুনে দৌড়ে পালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষনা করেন। বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল উদ্দীন জানান, ওবাইদুর রহমান স্বপন জোয়ার্দ্দার গ্রাম পর্যায়ের আওয়ামীলীগের নেতা। তিনি জানান, শুনেছি পুলিশের তাড়া খেয়ে স্বপন অসুস্থ হয়ে পড়ে। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, বারোবাজার ইউনিয়নের মেম্বর স্বপন নেশা করতো। বুধবার দুপুরে সে শহরের চাপালী এলাকায় একটি বাগানে বসে অতিরিক্ত গাঁজা সেবন করতে করতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এম এ কাফি তাকে মৃত ঘোষণা করেন।