স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহের কালীগঞ্জে ইজিবাইক চার্জ গ্যারেজের তালা কেটে চারটি ইজিবাইক চুরি হয়ে গেছে। রোববার দিবাগত গভীর রাতে শহরের আয়েশা খাতুন তেল পাম্পের পিছনে অচিন্ত প্রামানিকের গ্যারেজে চুরির ঘটনাটি ঘটে। তবে চুরি হওয়া ইজিবাইক গুলোর মধ্যে সোমবার ভোরে ঝিনাইদহের চুটুলিয়া নামক মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ইজিবাইক উদ্ধার হয়েছে।
এ ঘটনায় গ্যারেজ মালিক কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যাদের ইজিবাইক হারিয়েছে তারা হলেন, কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের শুশান্ত চক্রবর্তী, একই গ্রামের জিল্লুর রহমান, ফয়লা মাষ্টারপাড়ার নিমাই দাস, চাপালী গ্রামের রিপন হোসেন। তাদের মধ্যে রিপন হোসেনের ইজিবাইকটি ঝিনাইদহ মহাসড়কের চুটুলিয়া মোড়ে বিকল অবস্থায় উদ্ধার করা হয়েছে। গ্যারেজ মালিক অচিন্ত প্রামানিক জানায়, প্রতি রাতে তার গ্যারেজে কমপক্ষে ১৮ থেকে ২০ টি ইজিবাইক বানিজ্যিক ভাবে চার্জ দেয়া হয়। চার্জ হয়ে গেলে পরদিন সকালে এসে মালিকেরা নিয়ে যান।
প্রতিদিনের ন্যায় রোববার রাতে ইজিবাইক গুলো চার্জে বসিয়ে গ্যারেজ তালাবদ্ধ করে বাড়িতে চলে আসেন তিনি। পরদিন সোমবার সকালে গিয়ে দেখেন সামনের দরজার হুক কাটা এবং ৪টি ইজিবাইক নেই। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবদুর রহিম মোল্যা জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশ ইজিবাই গুলো উদ্ধারে জোর অভিযান শুরু করেছেন।