কারামুক্ত সৌদি রাজপুত্র মিতেব !

0
14

নিউজ ডেস্ক:

সৌদি আরবের রাজপুত্র মিতেব বিন আবদুল্লাহ কারামুক্ত হয়েছেন। দুর্নীতির অভিযোগে তিন সপ্তাহ আগে গ্রেফতার হয়েছিলেন এক সময়ের সিংহাসনের উত্তরাধিকারী এই রাজপুত্র।

নাটকীয় পট পরিবর্তনে সে সুযোগ হারান তিনি। শেষ পর্যন্ত ৪ নভেম্বর দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করে বর্তমান সৌদি যুবরাজ ৩২ বছর বয়সী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী কমিটি।

সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ১ বিলিয়ন ডলার সম্পদের ‘গ্রহণযোগ্য সমাধানে’ রাজি হওয়ায় মঙ্গলবার মুক্তি দেওয়া হয়েছে মিতেব বিন আবদুল্লাহকে।

সৌদি সরকারের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেন, ‘হ্যাঁ, রাজপুত্র মিতেব বিন আবদুল্লাহকে মঙ্গলবার সকালে মুক্তি দেওয়া হয়েছে।

৪ নভেম্বর সৌদি আরবের দুর্নীতিবিরোধী কমিটি রাজপুত্র, ব্যবসায়ী, মন্ত্রীসহ যে দুই শতাধিক প্রভাবশালী ব্যক্তিকে গ্রেফতার করে, মিতেব ছিলেন তার মধ্যে একজন। গ্রেফতার হওয়া আরও তিনজন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমাধানে পৌঁছেছেন।

রাজপুত্র মিতেব ক্রাউন প্রিন্স (যুবরাজ) মোহাম্মদ বিন সালমানের চাচাতো ভাই এবং তিনি দেশটির এলিট ফোর্স ন্যাশনাল গার্ডের প্রধান ছিলেন। ৪ নভেম্বর গ্রেফতারের কিছু সময় আগে প্রয়াত বাদশা আবদুল্লাহর ছেলে ৬৪ বছর বয়সী মিতেব বিন আবদুল্লাহকে তার পদ থেকে বহিষ্কার করা হয়।