কারাগারে হাজতির মৃত্যু !

0
26

নিউজ ডেস্ক:

হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মমতাজ আলী (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত মমতাজ সীতাকুণ্ডের মো. ইদ্রিসের ছেলে। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক রসিক চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর আজ ভোরে মমতাজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুর জানান, চেক প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে গত জানুয়ারিতে কারাগারে আসেন মমতাজ আলী।