বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

কামারখন্দে মেধা যাচাই ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম রুবেল:  সিরাজগঞ্জের কামারখন্দে মেধা যাচাই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলার ব্রাইট স্টার প্রি-ক্যাডেট স্কুলে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম’র সভাপতিত্বে মেধা যাচাই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফরএভার ফেন্ডস-ইয়ুথ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন। ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ইত্তেফাক পত্রিকার কামারখন্দ সংবাদদাতা ও দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার কামারখন্দ প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেল’র উদ্যোগে এসময় অন্যান্যদের মধ্যে চৌবাড়ী ড. সালাম-জাহানারা ডিগ্রী কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোয়াজ্জেম হোসেন স্বপন, বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, জুলফিকার ইসলাম ভুট্টু, ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহেল কাফি, সম্পাদক যুবাঈদ বিন হারুন, সদস্য ইন্দ্রজিৎ সাহা জয় প্রমুখ বক্তব্য রাখেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular