সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কামারখন্দে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার থেকে এ হালনাগাদ কার্যক্রম শুরু হয়, চলবে ৯ আগষ্ট পর্যন্ত। কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসার সুস্মিতা রায় জানান, উপজেলার ৪ ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই ১২ জন সুপারভাইজার ও ৫৬ জন তথ্য সংগ্রহকারী মোট ৬৮ জন এবং তাদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। তথ্য সংগ্রহকারীরা ২৫ জুলাই থেকে ৯ আগষ্ট পর্যন্ত বাড়ী বাড়ী গিয়ে নতুন ভোটার ও মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। তিনি আরও জানান, যাদের জন্ম তারিখ ০১ জানুয়ারী ২০০০ বা তার পূর্বে হলে এবং যাদের বয়স ০১ জানুয়ারী ২০১৮ তারিখে ১৮ বা এর বেশি হলে এবং আগে কোথাও ভোটার না হয়ে থাকলে নিবন্ধন ফরম পূরণ করে ভোটার হওয়া যাবে।