সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে বজ্রপাতে জিন্নাহ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার জামতৈল ইউনিয়নের চড়কুড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। জামতৈল ইউনিয়নের ৩নং ওয়ার্ড (চড়কুড়া) সদস্য ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বিকেল সাড়ে ৫টায় মাঠে গরু আনতে যান জিন্নাহ মিয়া। সে সময় মাঠেই বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।