বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

কামারখন্দে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপ্ত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ সমাপ্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিনের সভাপতিত্বে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে মূল্যায়ন সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান টুটুল। উপজেলা মৎস্য অফিসার রনি চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী তারেক হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার আনোয়ার সাদাত, প্রাথমিক শিক্ষা অফিসার মোয়াজ্জেম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাইফুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, এসিআই গোদরেজ এগ্রোভেট লিঃ এর সিনিয়র নির্বাহী গোলাম রহমান সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য চাষীবৃন্দ বক্তব্য রাখেন। শেষে তিনজন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular