বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কামারখন্দে কৃষকের দু’টি ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের কামারখন্দে কৃষকের দু’টি ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ
উঠেছে তারই সাবেক স্ত্রী উল্লাপাড়া উপজেলার কালীগঞ্জ গ্রামের মৃত
সোনাউল্লাহ’র মেয়ে শেফালীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে
উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ডিডি শাহবাজপুর গ্রামের কৃষক
শহিদুল ইসলামের বাড়ীতে। শহিদুল ওই গ্রামের আকবর আলীর ছেলে।
এলাকাবাসী ও শহিদুলের মা ফিরোজা বেগম অভিযোগ করে বলেন, প্রায়
তিন বছর আগে ছেলেকে বিবাহ দেই। বিবাহ দেওয়ার এক বছর পার না
হতেই পুত্রবধু আরেক জনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে যায়। আমার
ছেলে পরকীয়ার বিষয়টি জানতে পারলে বউকে তালাক দেয়। তালাকের
বিষয়টি মানতে না পেরে পুত্রবধু ক্ষিপ্ত হয়ে আমার ছেলের বিরুদ্ধে
সিরাজগঞ্জ নারী ও শিশু আদালতে যৌতুক ও পারিবারিক দুটি মিথ্যা
মামলা দায়ের করে। সেই মামলায় ছেলে বর্তমানে সিরাজগঞ্জ জেলহাজতে
রয়েছে। কিন্তু পুত্রবধু তালাক দেওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে আমার
বাড়ীতে এসে মাঝে মধ্যেই ঝগড়াঝাটি করতো, জমির ফসল নষ্ট করতো।
এক পর্যায়ে বাড়ীরে কেউ না থাকার সুযোগে শুক্রবার মধ্যরাতে ছেলের
বসতঘর ও আরেকটি ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায় আমার
সাবেক পুত্রবধু। স্থানীয় এলাকাবাসী প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন
নিয়ন্ত্রনে আনে। এতে ঘরে থাকা পাট, আসবাবপত্র ও অন্যান্য মালামাল
পুড়ে প্রায় ৫/৭ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, এ ঘটনায় এখনও কেউ
অভিযোগ দেয়নি অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা
হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular