সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে জামতৈল ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে আজ শনিবার (৬ মে) সকাল ১১টায় উপজেলার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু শাহান রেজার পরিচালনায় এসময় উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জুয়েল রানা, নাসির উদ্দীন, রফিকুল ইসলাম, আইয়ুব আলী, আবু হানিফ রেজা, কিরণ শেখ, রেজাউল করিম সহ জামতৈল ইউনিয়ন ও ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক বক্তব্য রাখেন। বর্ধিত সভায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু শাহান রেজা তার বক্তব্যে বলেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও যুগ্ন আহবায়ককে চিঠি দেয়া হয়েছিল। তারা না আসায় তাদের ছাড়াই এ বর্ধিত সভার কার্য সমাপ্ত করা হল।