কান থেকে বের হলো অর্ধেক টিকটিকি (ভিডিও) !

0
31

নিউজ ডেস্ক:

কানের ব্যথায় অস্থির হয়ে পড়েছিলেন ভদ্রলোক। ব্যথার চোটে নাজেহাল হওয়ার ঘটনা তো হারহামেশাই ঘটে।

কখনও কানে পুঁজ জমে ব্যথা হয়। কখনও বা অন্য কোনও সংক্রমণ থেকে। কিন্তু এই ভদ্রলোক বুঝতে পেরেছিলেন, সে সব কিছু সম্ভবত নয়। কারণ কানের মধ্যে কিছু একটা দিব্যি নড়েচড়ে বেড়াচ্ছে সেটা তিনি অনুভব করছিলেন।

তার অনুমান ভুল ছিল না। চিকিৎসকরা তার কান পরীক্ষা করে কান থেকে বের করে এনেছেন একটি টিকটিকি।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে চীনের গুয়ানঝাউ প্রদেশের গুয়ানঝাউ শহরে। মঙ্গলবার সকালে জিনান বিশ্ববিদ্য়ালয়ের অধীনস্থ হাসপাতালে ভর্তি হন ভদ্রলোক। চিকিৎসকরা তার কানের পরীক্ষা করার সময় দেখতে পান, কানের ভিতরে রয়েছে ওই টিকটিকি। তৎক্ষণাৎ তারা কাজে লেগে যান।

প্রথমেই অচেতন করে দেওয়া হয় টিকটিকিটিকে। তারপর তাকে বের করে আনা হয় কান থেকে। কিন্তু বিপদ পুরোপুরি কেটেছে এ কথা বলা যাচ্ছে না। কারণ টিকটিকিটিকে বের করে আনার পরে দেখা গেছে সেটির লেজ নেই।

চিকিৎসকরা এরপর শুরু করেন লেজের খোঁজ। কিন্তু অনেক খুঁজেও মেলেনি সন্ধান। চিকিৎসকদের বক্তব্য, হয়তো লেজহীন অবস্থাতেই সেটা ঢুকে পড়েছিল ভদ্রলোকের কানের মধ্যে। কিন্তু নিশ্চিত হয়ে তারা বলতে পারছেন না, তাদের অনুমান এক্কেবারে সঠিক।

সুতরাং ভদ্রলোক যে মনে মনে একটি টিকটিকির ‘নিখোঁজ’ লেজের কারণে যারপরনাই চিন্তিত হয়ে দিন কাটাচ্ছেন, তা বলাই বাহুল্য।