নিউজ ডেস্ক:
কানাডার ১৫০ তম জন্মদিন উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করেছিলো বাংলাদেশি কানাডীয়ান কমিউনিটি সার্ভিসেস (বিসিসিএস) । গত শনিবার ডেনফোর্থ সংলগ্ন ওকরিজ কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে বিপুল সংখ্যক দর্শক শ্রোতা অংশ নেয়।
বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধত্বশীল সংগঠন ‘বিসিসিএস’ এই অনুষ্ঠানের আয়োজক হলেও আফ্রিকা, ইথিওপিয়া, চায়না, পাকিস্তান, শ্রীলংকা, ভারত নেপালসহ অন্যান্য কমিউনিটির বিপুল সংখ্যক দর্শক শ্রোতা এতে অংশ নেয়। ফলে পুরো অনুষ্ঠানটি বহুজাতিক সংস্কৃতির প্রদর্শনীতে পরিণত হয়।
প্রসঙ্গত, কানাডার ১৫০ তম জন্মদিন উপলক্ষে কানাডা সরকারের অর্থায়নে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাবেক মন্ত্রী মারিয়া মিন্নাহ, স্কারবোরা সাউথ ওয়েষ্ট এলাকার এমপি বিল ব্লেয়ার, আর্থার পটস এমপিপিসহ সিটি কর্পোরেশন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলা এই আয়োজন দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।