স্টুডেন্ট ভিসা নিয়ে দুঃসংবাদ দিয়েছে কানাডা। স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিম’-এর (এসডিএস) আওতায় ভিসার আবেদন করতে পারতেন ভারত, পাকিস্তানসহ ১৪টি দেশের শিক্ষার্থীরা। সেই সুবিধা বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি।
স্টুডেন্ট ভিসার আবেদনে শিক্ষার্থীদের আগ্রহী করতে ২০১৮ সালে এসডিএস প্রোগ্রাম চালু করেছিল কানাডা।
এই সুবিধার আওতায় এন্টিগুয়া অ্যান্ড বারবুডা, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, মরক্কো, পেরু, ফিলিপাইন, সেনেগাল, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং ভিয়েতনামের শিক্ষার্থীরাও আবেদন করতে পারতেন। এসডিএসের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণের সুযোগ ছিল বেশি। সেই সঙ্গে এক্ষেত্রে ভিসার প্রক্রিয়াও ছিল দ্রুত।
কানাডা সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, সবার জন্য একই ধরনের ব্যবস্থা থাকবে। একেবারে একটা স্বচ্ছ ব্যবস্থা থাকবে এখানে। নাইজেরিয়া পড়ুয়াদের জন্য নাইজেরিয়া স্টুডেন্ট এক্সপ্রেস চালু ছিল। সেই ব্যবস্থাকেও বাতিল বলে ঘোষণা করা হচ্ছে।