সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে বিবিসির খবরে বলা হয়, টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ার লাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, বিমানটি মিনিয়াপোলিস থেকে আসছিল। এতে ৮০ জন যাত্রী ছিল। এ ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে।
কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, তিনি গুরুতর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।