বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কানাডায় ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেক্সঃ

উত্তর আমেরিকার দেশ কানাডায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভ্যাঙ্কুভার দ্বীপের টোফিনো উপকূলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৫।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। অবশ্য ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার কানাডার টোফিনোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে।

ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার (৪.৯৭ মাইল) গভীরতায় আঘাত হানে বলেও জানিয়েছে মার্কিন এই সংস্থাটি।

পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ভূমিকম্পটি ব্রিটিশ কলাম্বিয়ার উপকূলীয় শহর টোফিনো থেকে ২০৯ কিলোমিটার (১২৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

অবশ্য ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, কম্পনের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই।

এর আগে গত বছরের অক্টোবরে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় মৃদু ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় প্রায় মধ্যরাতে অনুভূত সেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৯।

এছাড়া একই বছরের এপ্রিলে কানাডার পশ্চিম উপকূলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

তারও আগে ২০১৯ সালের জুলাই মাসে দেশটিতে ভূমিকম্প আঘাত হেনেছিল। ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী সেই ভূমিকম্পে উত্তরাঞ্চলীয় ভ্যাঙ্কুভার দ্বীপ ও আশপাশের এলাকা কেঁপে ওঠে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular