নিউজ ডেস্ক:
কাতারে উম সালাল আলি এলাকায় শনিবার রাতে কর্মস্থল থেকে বাসা ফেরার সময় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার রফিক মিয়ার দ্বিতীয় ছেলে মকসুদ রশিদ বখশ (৩৪) এবং বড়লেখা উপজেলার কাঠালতলী ইউনিয়নের আব্দুল জলিল মিয়ার ছেলে ফয়সাল আহমেদ (২৮)।
নিহত মকসুদের চাচা দেলোয়ার জানান, মকসুদ ছিলেন ফয়সালের ভগ্নিপতি। তারা দুজন মদিনার মুররা এলাকায় থাকতেন। মকসুদ একটি প্রতিষ্ঠানের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনাস্থলে মকসুদ রশিদ বখশের মৃত্যু হয় এবং আহত ফয়সালকে হাসপাতালে নেওয়ার পর ২৭ আগস্ট রাত ৮টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কাতার পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দোহায় হামাদ জেনারেল হাসপাতালে পাঠায়।
কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের সচিব (শ্রম) রবিউল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ দ্রুত দেশে পাঠানো হবে।