কাতারে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবক নিহত !

0
28

নিউজ ডেস্ক:

কাতারে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবক ওমর ফারুক ( ৩৬) নিহত হয়েছেন। রাজধানী দোহা থেকে ৩০ কিলোমিটার দূরে হোম-সালাল এলাকায় শুক্রবার রাতে নিজ রুমে বৈদ্যুতিক কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

নিহত ওমর ফারুক লক্ষ্মীপুর সদর উপজেলার দপ্তপাড়া হাবিবুল্ল্যা মেম্বার বাড়ির নবী উল্ল্যার ছেলে।

প্রাথমিকভাবে বিষয়টি দুর্ঘটনা বলে ধারণা করছে স্থানীয় পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হামাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওমর ফারুকের চাচাতো ভাই সাহেদ আহমেদ গাদ্দাফি জানান, ফারুক দীর্ঘদিন দরে মুনছুর আল মুনছুর কন্ট্রাক্টিং কোম্পানিতে কর্মরত ছিলেন।

বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম জানান, সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।