নিউজ ডেস্ক:
কাতারে মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের উদ্যোগে ইত্তেহাদ শিল্পীগোষ্ঠীর অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দোহার ফানার মিলনায়তনে হাফেজ মাওলানা ফরীদ আহমেদের সভাপতিত্বে হাফেজ মাওলানা ইউসুফ ও হাফেজ মাওলানা মাহবুব আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দীন।
প্রধান আলোচক ছিলেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিম হাফেজ মাওলানা মুশাহিদুর রহমান। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন সঙ্গীত শিল্পী মাসুদ কায়সার ও রেজাউল করিম।
অনুষ্ঠানে ইসলামি সঙ্গীতের পাশাপাশি ছিল নাটক, কৌতুক, রম্য সঙ্গীত, আঞ্চলিক সঙ্গীত এবং বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের নিয়ে কবিতা ও গল্প। সুরের মূর্ছনায় দর্শকদের মাতিয়ে তুলেন শিল্পী মাযহারুল ইসলাম, আব্দুর রহমান আইমান, নিয়াজ মুহাম্মাদ রিফাদ, মুহাম্মাদুল্লাহ মাইমুন, ফয়জুর রহমান ফাহিম, সাকিব আল মাহদি, মাসুদুর রহমান, মাসুদ কায়সার। আরবি সঙ্গীত গেয়েছেন- মুহাম্মাদুল্লাহ ফরীদ, সাইফুল্লাহ সিরাজ, আম্মার বিন ইয়ামিন, ইয়াহইয়া মুহিব্বুল্লাহ, আহমাদুল্লাহ ফরীদ, আলী আব্দুল হাফিজ, যায়েদ কামাল, উসামা আহসানুল্লাহ, মুহাম্মাদ মুহাম্মাদুল্লাহ ও সাআদ সিরাজ।
পরে রোহিঙ্গা মুসলমানদের ওপর অমানবিকভাবে হত্যা ও তাদের ঘর-বাড়ি পুড়িয়ে আরাকান ছাড়তে বাধ্য করার প্রতিবাদে এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।