নিউজ ডেস্ক:
রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে হাতকাটা সোহেল মাহফুজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুনানি শেষে গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জসিম উদ্দিন রিমান্ডের আদেশ দেন।
এর আগে গতকাল সোহেল মাহফুজকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম।
গত ৭ জুলাই গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্করিণী এলাকার ফজলুর রহমানের আমবাগানের টংঘর থেকে তিন সহযোগীসহ সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। ৮ জুলাই দুপুরে তাকে ঢাকায় আনা হয়। এরপর রাজধানীর গুলশান থানায় সন্ত্রাস বিরোধ আইনে দায়ের করা মামলায় গত ৯ জুলাই সোহেল মাহফুজের সাত দিন এবং ১৭ জুলাই ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৩ জুলাই গুলশান হামলার পরিকল্পনা ও অস্ত্র যোগানের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সোহেল।
প্রসঙ্গত, রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ বাড়িতে গত বছরের ২৬ জুলাই ভোররাতে পুলিশ ওই বাড়ির পঞ্চম তলায় অভিযান চালায়। অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।
ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার আদালতে পৌঁছালে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।